বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার 

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কর্তৃক কয়েকদফা ধর্ষণের অভিযোগ উঠেছে। হিন্দু প্রেমিক ওই যুবক মুসলমান সেজে ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিলো।

এ ঘটনায় গত রোববার রাতে ভূক্তভোগী স্কুলছাত্রী বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩ জনের নামে মামলা করেছে। পুলিশ অভিযুক্ত প্রেমিক তন্ময় কুমার ওঝা ও তার অপর সহযোগি রনী তালুকদারকে গ্রেপ্তার করে সোমবার (২৯ এপ্রিল) আদলতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনায় জড়িত অপর এক সহযোগি আসামি বিপ্লব কুমার সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভূক্তভোগি মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করছে।

থানা সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে মঠবাড়িয়া শহরের টিএণ্ডটি মহল্লার বাসিন্দা স্কুলছাত্রীর সঙ্গে প্রতিবেশী একই ভবনের ভাড়াটিয়া যুবক উপজেলার ছোটশৌলা গ্রামের নারায়ণ চন্দ্র ওঝার ছেলে তন্ময় কুমার ওঝার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিন্দু ওই যুবক মুসলমান হয়ে মুসলিম ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। 

গত বছর ১০ জুন প্রেমিক তন্ময় ওঝার বাসায় কেউ না থাকায় তার দুই সহযোগি বন্ধু উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রণজিৎ তালুকদারের ছেলে রনী তালুকদার ও পিরোজপুরের সিকদার মল্লিক বিপ্লব সরদারের সহযোগিতায় মেয়েটিকে বাসায় আটকিয়ে কয়েক দফা ধর্ষণ করে। সর্বশেষ গত ২৩ এপ্রিল ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে এমন কথা বলে বাসায় ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বললে সে নানা টালবাহানা করে। 

এমনকি অভিযুক্ত প্রেমিক তন্ময় তার দুই সহযোগি বন্ধু রনী ও বিপ্লবের মাধ্যমে মেয়েটিকে নানা হুমকী ও ভয়ভীতি দেখায়। মেয়েটি বিষয়টি পরিবারকে অবহিত করলে সোমবার (২৯ এপ্রিল) থানায় হাজির হয়ে ভুক্তভোগি মেয়েটি বাদী হয়ে প্রেমিক তন্ময় ও তার দুই সহযোগির বিরুদ্ধে থানায় মামলা করে। 

মঠবাড়িয়া থানার (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে সোমবার (২৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্যও পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

টিএইচ